বিলম্ব ফি মওকুফের দাবি ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থীদের


DU Correspondent | Published: 2023-11-14 18:51:45 BdST | Updated: 2024-04-28 16:10:36 BdST

ভর্তি ফি জমা দিতে বিলম্ব করাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের জরিমানা করায় এর বিরুদ্ধে মঙ্গলবার (১৪ নভেম্বর) মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, বাংলা বিভাগের প্রায় চারশ শিক্ষার্থী সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সেশনের ভর্তি ফি জমা দিতে বিলম্ব করেন। ফলে নির্দিষ্ট তারিখ অতিবাহিত হওয়ায় তাদের প্রত্যেককে মূল ভর্তি ফির সাথে আরও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অপারাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনের আয়োজন করেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, প্রথমত আমরা ভর্তি ফি জমা দেওয়ার নির্ধারিত তারিখের ব্যাপারে জানতাম না। কেননা, আমরা বিশ্ববিদ্যালয় কিংবা বিভাগ থেকে এ ধরনের কোনো নোটিশ পাইনি। এরপর যখন এ সম্পর্কে জানতে পারি তখন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে দেখি সার্ভার ডাউন। পরে নির্দিষ্ট তারিখটি পেরিয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাই, আমাদের সবাইকে এক হাজার টাকা হারে জরিমানা করা হয়েছে। আমরা মনে করি, যেহেতু এ সম্পর্কিত পূর্বে কোনো নোটিশ আমরা পাইনি, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ জরিমানা করাটা অনুচিত এবং অযৌক্তিক।

বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে মোহাম্মদ বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ না পাওয়া এবং পরবর্তী সময়ে সার্ভার ডাউন থাকায় আমরা নির্দিষ্ট সময়ে পরবর্তী সেশনের জন্য ভর্তি ফি জমা দিতে পারিনি। নোটিশের বিষয়টি নিয়ে আমরা রেজিস্ট্রার বিল্ডিংয়ে গিয়ে প্রশ্ন তুললে তারা বলে- এটা বিভাগ থেকে দেওয়ার কথা। আবার বিভাগে এ ব্যাপারে জানতে চাইলে তারা জানায়- এটা হল কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা তাহলে যাব কোথায়?

জরিমানা মওকুফের জন্য মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। তাতে কাজ না হলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে জরিমানা মওকুফের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর বাংলা বিভাগের চেয়ারম্যান স্বাক্ষরিত একটি আবেদনপত্র জমা দিলে প্রশাসন সেটা নাকচ করে দেয়। ফলে বিভাগ থেকে শিক্ষার্থীদের জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

এবিষয়ে জানতে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফাতেমা কাওসারকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।