ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ


DU Correspondent | Published: 2024-01-17 23:12:53 BdST | Updated: 2024-05-02 15:41:15 BdST

চীনের কমিউনিস্ট পার্টি ইউনান প্রভিন্সের উপ-মহাপরিচালক পেং বিনয়ের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা চীনের অন্যতম সাংস্কৃতিক শহর কুনমিং প্রদেশে সফরের জন্য উপাচার্যকে আমন্ত্রণ জানান।

বুধবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিল ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক হু জিনমিং এবং ইউনান প্রভিন্সের পররাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা হাও কুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তুজা, ঢাবি জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম, ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর জুই লিয়েন এবং ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই উপস্থিত ছিলেন।

ঢাবির জগন্নাথ হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ক্যাম্পাসে চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বিরাজমান। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীন অনন্য অবদান রেখে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের অনেক বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে ইউনান বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতামূলক শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রম চলমান রয়েছে। পারস্পরিক বন্ধুত্বপূর্ণ এসব সম্পর্ক আগামীতে আরও জোরদার ও মজবুত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

চীনের কমিউনিস্ট পার্টি ইউনান প্রভিন্সের উপ-মহাপরিচালক পেং বিন বলেন, বাংলাদেশ আমাদের পরীক্ষিত ও পুরাতন বন্ধু দেশ। আমাদের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে আগামীতে আরও উচ্চতায় নেওয়া হবে। তিনি কুনমিং প্রভিন্স সফরের জন্য উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে আমন্ত্রণ জানান।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং যৌথ শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় চীনা অতিথিদের ধন্যবাদ জানান।