সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন


DU Correspondent | Published: 2024-01-18 18:54:34 BdST | Updated: 2024-05-02 10:14:29 BdST

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কবি জসিমউদ্দীন হল ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি ও তার পরিবারের ওপর টাঙ্গাইলের নিজ বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা। মানববন্ধনে হামলায় জড়িতদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, গতকাল (বুধবার) রাত ৯টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় নিজ বাড়িতে থাকাকালীন রাতে ছাত্রলীগের সাবেক এই নেতার ওপর সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের খালাত ভাই ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হিরা এবং মামাতো ভাই মঞ্জুরুল হাসান তপনের নেতৃত্বে সন্ত্রাসী হামলা করা হয়। হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য আহত হন। রাজনৈতিক প্রতিশোধের জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, মেহেদী হাসানের ওপর যে রকম নৃশংস হামলা হয়েছে এর সুষ্ঠু বিচার চাই। যে শরীরে বিএনপি-জামায়াতের আছর পড়েছে, সে শরীরে যেন নিজের দলের মানুষের আছর না পড়ে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান মাহমুদ বলেন, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তরুণ উদীয়মান শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তাদের পরিবারের ওপর হামলা চালায় তাদের প্রতি ধিক্কার ও নিন্দা জানাই। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো এই শিক্ষা দেয়নি। যারা এই হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরুল হাসান সোহেল, সোহান খান, সৈকতুজ্জামান সৈকত, রাকিব হোসেন, ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, সাবেক ছাত্র নেতা লতিফুল ইসলাম নিপুল, সোহাগ, সাগর আহমেদ, শওকত উসমান ও নাজমুল হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।