সীমান্তে হত্যাকাণ্ডের বিচার দাবি ঢাবি শিক্ষার্থীদের


DU Correspondent | Published: 2024-02-08 17:34:58 BdST | Updated: 2024-04-27 23:33:04 BdST

বাংলাদেশের ‘সার্বভৌমত্বে’র প্রতি আঘাত হানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী মো. জাকারিয়া বলেন, আপনারা সবাই দেখেছেন গত কিছুদিন আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী আমাদের ২৩ নাগরিককে তুলে নিয়ে গেছে। শুধু তাই নয়, গত জানুয়ারিতে রইসউদ্দিন নামে একজন বিজিবি সদস্যকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি, আমাদের টাঙ্গাইল শাড়িকে তারা তাদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। শুধু এটাই নয়, আমরা বেনাপোল বন্দরে টার্মিনাল নির্মাণ করছিলাম। তারা সেটাও বন্ধ করে দিয়েছে। ভারত এই যে আগ্রাসনমুখী কাজগুলো করছে তার পেছনে শক্তি কি? এগুলোর পেছনে কারা কাজ করছে?

তিনি বলেন, আমাদের নীরবতার কারণেই এগুলো সম্ভব হয়েছে। এই আগ্রাসনের পেছনে দায় শুধু সরকারের না, দায় আমাদেরও।

জাকারিয়া বলেন, আমাদের পররাষ্ট্রনীতিতে আছে কারো সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। কিন্তু কেউ যদি আমার বোনকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, আমার দেশের সীমান্তরক্ষীকে গুলি করে হত্যা করে, তখন সেই বন্ধুরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।

বাংলা বিভাগের শিক্ষার্থী মোছাদ্দেক আলী বলেন, আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্রে কারো প্রভুত্ব চলবে না। আমরা কারো প্রভুত্ব সহ্য করবো না। ভারতের সাথে অনেক দেশের সীমানা রয়েছে। সেসব সীমান্তে তো কোনো গুলির শব্দ শোনা যায় না। তাহলে বাংলাদেশ কেন গুলির শব্দ শোনা যায়। আমরা এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।