ঢাবির ১৯৯৮-৯৯ সেশনের রজত জয়ন্তী শুক্রবার


DU Correspondent | Published: 2024-03-07 22:13:33 BdST | Updated: 2024-04-27 15:38:34 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৮-৯৯ সেশনের রজত জয়ন্তী উদযাপন করা হবে। আগামীকাল শুক্রবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে উদযাপন করা হবে রজত জয়ন্তী। বৃহস্পতিবার (৭ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৮-৯৯ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বন্ধুত্বের ২৫ বছর হতে চললো। উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠে কাটানো এই সময়কাল এখনও প্রত্যেক শিক্ষার্থীর জীবনের এক মাইল ফলক। এর মধ্যে এই সেশনের শিক্ষার্থীরা অনেকেই প্রজাতন্ত্রের উচ্চপর্যায়ে কর্মরত, কেউ ব্যবসায়ে প্রতিষ্ঠিত, কেউ নানান পেশাজীবী কার্যক্রমে সাফল্যের সাথে ব্যক্তি জীবন ও বিশ্ববিদ্যালয়ের নাম আলোকিত করেছে।

এতে আরও বলা হয়, কলাভবন আয়োজিত এই মহোৎসবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। দিনব্যাপি এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালি, র‌্যাফেল ড্রসহ নানান আয়োজন থাকবে। শুধু দেশের নয়, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ অনন্ত তেরটি দেশ থেকে সাবেক শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে। ইতোমধ্যে ৭০০জন নিবন্ধন করে উপস্থিতি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানসূচী নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নিবন্ধন, উপহার ও উপাহার বিতরণ করা হবে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবে গ্রুপ ফটোসেশন, স্মৃতিচারণ, আড্ডার আয়োজন করা হবে। দুপুর ১টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত নামাজ ও দুপুরের খাবারের সময় নির্ধারণ করা হয়েছে। দুপুর ২ টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে র‌্যালি বের করা হবে যা শেষ হবে দুপুর ৩টা। দুপুর ৩টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত কলাভবন চত্বরে মূল অনুষ্ঠান, আলোচনা, স্মৃতিচারণ করা হবে। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।