বঙ্গবন্ধুর ছবি বিকৃতি: ক্ষমা চাইলেন যবিপ্রবি’র ভিসি


টাইমস ডেস্ক | Published: 2019-11-05 07:24:15 BdST | Updated: 2024-04-27 15:11:59 BdST

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (ভিসি) ড. অধ্যাপক আনোয়ার হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিব ও জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশীদ অর্নব হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

পরে আদালত আগামী ২০ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। একই সঙ্গে যবিপ্রবির ভিসিসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন আদালত।

সোমবার (০৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জেষ্ঠ আইনজীবী এম কে রহমান। অন্যদিকে, যবিপ্রবির পক্ষে ছিলেন আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে যশোর আদালতে মামলা করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যথাযথভাবে উপস্থাপন না করায় ২৯ জানুয়ারি যবিপ্রবি ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে রুল জারি করেন হাইকোর্ট।

তবে উপাচার্য ড. অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, ছবি বিকৃতির ঘটনা ঘটেনি। অন্য কেউ ডেস্ক ক্যালেন্ডারে ছবি বিকৃতির দায় চাপাতে চাচ্ছে। রিট আবেদনকারী আনোয়ার হোসেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন অভিযোগ এনেছেন বলে দাবি করেন তিনি।

এদিকে গত ১৫ অক্টোবর ছবি বিকৃতির ঘটনায় হাইকোর্টের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানায়, ভিসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে।

এসআর/ ০৪ নভেম্বর ২০১৯