ঢাবির খ ইউনিটে

দারুন্নাজাত মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৬ জনের চান্স!


টাইমস অনলাইনঃ | Published: 2017-10-01 05:21:18 BdST | Updated: 2024-12-11 00:50:39 BdST

ওয়ালি খান রাজুঃ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ঢাকা ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে প্রায় ৬৬ জন শিক্ষার্থী চান্স পেয়েছে, যা এক বছরে কোন মাদ্রাসা থেকে ঢাবিতে চান্স পাওয়ার দিক দিয়ে দ্বিতীয়, এছাড়া তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে প্রায় ৮৪ জন শিক্ষার্থী এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।

খ ইউনিটে দ্বিতীয় স্থান অধিকার করা তাসনীম ইসলাম দারুন্নাজাত মাদ্রাসা থেকে এস এস সি /দাখিল সম্পন্ন করেছিলেন। প্রতি বছর দারুন্নাজাত থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, এ ইউনিট, ডি ইউনিটে চান্স পান । 

নিজ মাদ্রাসা থেকে এত শিক্ষার্থী ঢাবিতে চান্স পাওয়ায় দারুন্নাজাতের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  তারা বলেছেন মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হলে চান্স প্রাপ্তদের সংখ্যা দ্বিগুন হত।

ঢাবিতে অধ্যয়নরত সাবেক মাদ্রাসা শিক্ষার্থীরা অভিযোগ করেছেন প্রতিবছর দারুন্নাজাত, মিল্লাতসহ প্রথম সারির মাদ্রাসা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করলেও গণমাধ্যমে সাধারণ শিক্ষাধারার স্কুল -কলেজের মত মাদ্রাসাগুলোকে সঠিক ভাবে মূল্যায়ন করা হয় না, যার কারণে মাদ্রাসাভিত্তিক মেধাবীদের সফলতা অনেকটা আড়ালেই থেকে যায়। তারা এই দ্বিমুখী নীতির পরিহার চেয়েছেন।

উল্লেখ্য যে, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এস এস সি সমমানের পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে প্রায়ই শীর্ষস্থান লাভ করে এবং প্রতিষ্ঠানটি ২০১৫-১৬ শিক্ষাবছরে শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয়ভাবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে।

 

এমএসএল