৪ মাস পর সোমবার খুলছে আলিয়ার দুই আবাসিক হল


Desk report | Published: 2024-01-27 10:52:29 BdST | Updated: 2024-09-16 11:39:43 BdST

দীর্ঘ চার মাসের অনির্দিষ্টকালের বন্ধের পর অবশেষে খুলে দেওয়া হচ্ছে রাজধানীর বকশি বাজার এলাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হল। আগামী সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় হল খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ এবং হল সুপার (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা কামাল সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং শিক্ষক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহীম হল আগামী ২৯ জানুয়ারি (সোমবার) দুপুর ২টায় খুলে দেওয়া হবে। বৈধ হল কার্ডধারী শিক্ষার্থীরা নির্ধারিত হল ও কক্ষে বসবাস করতে পারবেন। তবে গত বছরের ২৯ সেপ্টেম্বর সংঘঠিত ঘটনার (সংঘর্ষ) সঙ্গে জড়িতরা বা হল থেকে বহিষ্কৃত ও অবাঞ্ছিত কোনো ছাত্র অবস্থান করতে পারবেন না।

এতে আরও বলা হয়েছে, আবাসিক ছাত্রদেরকে হল ও প্রশাসনের যাবতীয় নিয়ম কানুন এবং আচরণবিধি মেনে চলতে হবে। যারা আচরণবিধি ভঙ্গ করবে তাদের মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে হলের বৈধ কার্ডধারী ছাত্রদেরকে অঙ্গীকারনামায় সই করে হলে অবস্থান করতে হবে বলেও জানানো হয়েছে।

এর আগে গতবছরের ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হলে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেয় মাদ্রাসা প্রশাসন।