কায়রো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেন তা'মীরুল মিল্লাতের রাহিবুল ইসলাম


Abidullah Jakir | Published: 2023-09-15 15:21:56 BdST | Updated: 2024-04-27 13:27:26 BdST

চিকিৎসাবিজ্ঞানে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ (কায়সার আল আইনি মেডিসিন স্কুল)-এ স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত ৪জন শিক্ষার্থীর মধ্যে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ী ক্যাম্পাসের কৃতী শিক্ষার্থী রাহিবুল ইসলাম সুযোগ পেয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

রাহিবুল ইসলাম আলিম-২০২০ ব্যাচের শিক্ষার্থী। অনুভূতি জানিয়ে তিনি বলেন, 'সর্ব প্রথম আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। ছোটকাল থেকেই আমার স্বপ্ন ছিল চিকিৎসাবিজ্ঞানে পড়ালেখা করার। দু'বার মেডিকেলে পরীক্ষা দিয়েও সামান্য কিছু মার্কের জন্য চান্স না পেয়ে হতাশ হয়ে পড়েছিলাম। অবশেষে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দেখে খুবই খুশি লাগছে।' শিক্ষার্থী রাহিবুল ইসলাম সাতক্ষীরা জেলার অধিবাসী ও তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ী মেইন ক্যম্পাসে নবম শ্রেণী থেকে অধ্যায়ন করেছে।

এ বিষয়ে অনুজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাহিবুল বলেন, 'যারা বিজ্ঞান বিভাগ থেকে আলিম শেষ করে মেডিসিন বা অন্য বিষয় নিয়ে কায়রো, কিং সাউদ, কিং আব্দুল আজিজ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ালেখা করতে চাও, তাদের পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটি থাকাও জরুরী। এটি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাকে আরো বাড়িয়ে দেয়। এছাড়া IELTS এর সার্টিফিকেটও স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। অনুজদের উদ্দেশ্যে পরামর্শ তিনি বলেন, দালালের খপ্পরে না পড়ে নিজে ঘাটাঘাটি করে সব তথ্য বের করা। দালালরা বিভিন্ন পন্থায় তোমার থেকে স্কলারশিপের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করবে। তাদের থেকে দূরে থাকবে।'

রাহিবুল ইসলাম তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানায়, 'খবরটি জানার পর থেকে আমি খুবই আনন্দিত। আমার বাবা-মা ও শিক্ষকরা সবসময়ই পাশে থেকে সাপোর্ট দিয়েছেন, মনোবল বাড়িয়েছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। খবরটি জানার পর সবাই বেশ আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে বড় একজন ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। সকলের নিকট দোয়ার দরখাস্ত।'