দাখিল পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ


Desk report | Published: 2022-08-09 07:11:27 BdST | Updated: 2024-09-12 20:57:48 BdST

২০২২ সালের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দাখিলসহ এসএসসি সমমানের পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩১ জুলাই ২০২২ সালের এসএসসির পরিবর্তিত সময়সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রসঙ্গত, ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন থেকে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটসহ সারা দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে দাখিল পরীক্ষা বন্ধ ঘোষণা করে সরকার।