আরম্ভপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের পি-১১০, আরএমবিএ-৫৮ এবং ইএমবিএ-৫৬ ব্যাচকে বরণ করলো বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়টির নতুন ভবনের অডিটোরিয়ামে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান (বিওটি) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহিদুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ আজমির হোসেন প্রমুখ।
পরে কেক কাটা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।