সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থী ওয়াদুদ রহমান শাওন। তিনি আইন বিভাগের ৬১ ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
রবিবার রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শাওনের সহপাঠীরা বলেন, ঢাকা ক্যান্টমেন্ট এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয় শাওন। এসময় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মিলি সুলতানা বলেন, শাওনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবারের প্রতি সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
এদিকে শাওনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহপাঠীদের মাঝে। ফেসবুকে তাকে নিয়ে নানান আবেগঘন পোস্ট দিচ্ছেন তারা।