বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড চালুর ঘোষণা


বেরোবি টাইমস | Published: 2017-08-13 17:54:39 BdST | Updated: 2024-05-16 06:25:23 BdST

রংপুরে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ডিনস অ্যাওয়ার্ড চালুর ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

শনিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ বৃত্তিপ্রদান অনুষ্ঠানে চারটি বিভাগের ২০ জন শিক্ষার্থীকে রাজনীতিবিদ রাশেক রহমানের সহায়তায় ৫ হাজার টাকা করে এককালীন বৃত্তি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খ্যাতনামা স্থপতি মঞ্জুর কাদের। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবীর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের সহকারী পরিচালক মো. জুবায়ের ইবনে তাহের, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

এসজে/ ১৩ আগস্ট ২০১৭