শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. কবির হোসেন। বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়।
তিনি আরও জানান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণিকে সভাপতি ও কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মহিবুল আলমকে সদস্য সচিব করে ৩১ সদস্যের ভর্তি কমিটি গঠন করা হয়েছে। ভর্তি কমিটির সদস্য সচিব মহিবুল আলম বলেন, আমরা দ্রুত মিটিং করে কাজ শুরু করব।
এমএন/ ২০ সেপ্টেম্বর ২০১৭