প্রশাসনের উদ্যোগে নজরুল বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল


Aslam Begg | Published: 2024-04-03 21:34:12 BdST | Updated: 2024-05-04 23:48:40 BdST

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ইফতার মাহফিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী এবং সকল হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।

৩ এপ্রিল (বুধবার) বিকাল সাড়ে তিনটা থেকে প্রত্যেক হলের ডাইনিং থেকে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ শুরু হয়। ইফতার বিতরণ শুরু হলে শিক্ষার্থীরা পূর্বে সংগ্রহ করা টোকেন দিয়ে লাইন ধরে ইফতার নিতে থাকেন। ইফতারে বিশ্ববিদ্যালয়ের চারটি হল; অগ্নি-বীণা, দোলনচাঁপা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হল মিলিয়ে দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

একই সময় ইফতার গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দূই শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।

তবে অতীতের বেশ কয়েকবারের মতই এবারও দেরিতে ইফতার আয়োজন করা নিয়ে অনেক শিক্ষার্থীদেরকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

ইফতার আয়োজক কমিটির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান জানান, ইফতারের আয়োজন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। ইফতারে ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহন হয়েছে । আমরা সবাইকে ভালো মানের ইফতার সরবরাহ করেছি।

উল্লেখ্য, ইফতার সুষ্ঠ-সুন্দ্রভাবে পরিবেশন করতে ১ তারিখ থেকে-ই শিক্ষার্থীদের মাঝে টোকেন বিতরণ করে সংশ্লিষ্ট হলগুলো থেকে।