রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে আসতে পারে ১০ সরকারি কলেজ


Shoeb Shuvro | Published: 2024-03-23 22:56:31 BdST | Updated: 2024-04-27 14:30:20 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে আসতে যাচ্ছে এই অঞ্চলের ১০টি সরকারি কলেজ। একইসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনেও আসতে যাচ্ছে ঐ অঞ্চলের ১০টি সরকারি কলেজ।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এ-সংক্রান্ত নথিতে সই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় এখন চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই জেলা দুটির কয়টি সরকারি কলেজকে পরিচালনার জন্য দেবে তা কয়েক দিনের মধ্যেই আদেশ জারি করে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

তবে জানা গেছে, প্রথম পর্যায়ে ১০টি করে মোট ২০টি সরকারি কলেজ রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার কলেজ অধিভুক্তি প্রসঙ্গে বলেন, "এ-সংক্রান্ত বিষয়ে এখনো কোনো আদেশ পাইনি। তবে আদেশ পেলেও খুব একটা সমস্যা হবে না। কারণ অনেক আগে এমন ব্যবস্থা ছিল। অর্থাৎ রাজশাহী অঞ্চলের কলেজগুলোকে দেখভাল করত রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপর এই দেখভালের দায়িত্ব ১৯৯২ খ্রিষ্টাব্দে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেয়া হয়। এখন আবার সরকার মনে করছে উচ্চশিক্ষার মানন্নোয়নে রাজশাহী জেলার কলেজগুলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখভাল করবে। সরকারের অভিপ্রায় অনুযায়ীই আমরা কাজ করব এবং এতে অবশ্যই উচ্চশিক্ষার মান উন্নত হবে।"