হজ পালন শেষে মক্কা ত্যাগ করছেন মুসল্লিরা


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-04 16:17:31 BdST | Updated: 2024-05-15 22:05:45 BdST

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় আচার পবিত্র হজ পালন শেষে নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা। ১২ই জিলহজ্ব জামারায় পাথর নিক্ষেপ, মক্কায় তাওয়াফে বিদা শেষে এরই মধ্যে মক্কা ত্যাগ করতে শুরু করেছেন এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে আগত অনেক হাজি।

আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিবছর পবিত্র মক্কায় হাজির হন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৮ই জিলহজ্ব শুরু হয় হজের কার্যক্রম। সুষ্ঠুভাবে হজ পালন ও বিদায়ী তাওয়াফের পর নিজ নিজ কর্মস্থল ও দেশে প্রত্যাবর্তন করেন মুসল্লিরা।

হজ পালন করে এরইমধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি হাজিরা। শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সময় পাড় করছেন অনেকে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজারের বেশি বাংলাদেশি হজ করেছেন। তাদের ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর। এ বছরের শেষ হজ ফ্লাইট পরিচালিত হবে আগামী ৫ অক্টোবর।

টিআই/ ০৪ সেপ্টেম্বর ২০১৭