রংপুরে বাংলাদেশ ভলান্টিয়ার্স অর্গানাইজেশনের ত্রাণ বিতরণ


টাইমস ডেস্ক | Published: 2017-09-10 18:02:58 BdST | Updated: 2024-05-01 03:04:49 BdST

রংপুরে বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ভলান্টিয়ার্স অর্গানাইজেশন। গত বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সংগঠনটি রংপুরে ত্রাণ বিতরণ করে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রংপুরের হরিদেবপুর ইউনিয়ন, তপোধন ইউনিয়ন, সদ্যপুষ্করিণী ইউনিয়ন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর অফিস নাজিরদিগড় গফুর মার্কেট ও রাধাকৃষ্ণপুর ডিগ্রি কলেজে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট হামিম আহসান জানান, উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলসহ দেশের প্রায় ২৪-২৫টি জেলার লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করছে। পানিবন্দি অবস্থায় খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে অসংখ্য শিশু ও নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়ছে। এ অবস্থায় দেশের সামর্থবানরা এগিয়ে না আসলে বন্যার্তরা সংকট কাটিয়ে উঠতে পারবে না। আমরা সবসময় প্রাকৃতিক দুর্যোগসহ নানা সমস্যায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবারও আমরা বন্যার্তদের সহায়তায় বেশ কিছু স্থানে ত্রাণ বিতরণ করেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় সার্বিক সহযোগিতার জন্য নাগরিক উদ্যোগকে ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রংপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে। এতে মহানগরীর ৩৩টি ওয়ার্ডের বেশ কয়েকটি পাড়া ও মহল্লার নিম্নাঞ্চল প্লাবিত হয়। চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। অবিরাম বর্ষণে মহানগরীর বানিয়াপাড়া, দেওডোবা, টার্মিনাল, কামারপাড়া, আদর্শপাড়া, মুলাটোল, বৈরাগী পাড়া, কামাল কাছনা, তাজহাট, কেরানীপাড়া স্টেশন, সর্দারপাড়া, ধর্মদাস, মিলনপাড়া, আরাজী তামাপাট, হোসেন নগর, রাজু খাঁ, মেকুড়া, পার্কের মোড়, মর্ডান মোড়, বালাটারি, কুকরুল, মিস্ত্রিপাড়া, জুমাপাড়া, হনুমানতলা, খাসবাগ, বাবু খাঁ, গণেশপুর, তামপাট, দর্শনা, আক্কেলপুর, ভুরারঘাট, নজিরেরহাট, সিও বাজার, মন্থনা, খটখটিয়া, কুকরুল, সিগারেট কোম্পানি, বোতলাসহ নগরীর অন্তত ৭০টি পাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানিবন্দি হয়ে পড়ে ২০ হাজার পরিবার।

এ ছাড়া মহানগরীর স্টেশন রোড, কলেজ রোড, জিএল রায় রোড, সেন্ট্রাল রোড, কাচারী বাজার, জাহাজ কোম্পানি, মোড় পায়রা চত্বর, কোতোয়ালি থানার সামনে, জীবন বীমা মোড়সহ মেয়রের বাড়ির সামনে, লালবাগ, কেডিসি রোড, চারমাথা মোড়সহ নগরীর প্রধান প্রধান বেশ কয়েকটি সড়ক ও বাড়িঘর তলিয়ে যায়।

জেএস/ ১০ সেপ্টেম্বর ২০১৭