ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার


জেলা টাইমস | Published: 2017-09-16 21:26:29 BdST | Updated: 2024-04-30 22:59:38 BdST

ঝালকাঠিতে প্রাইভেট পড়ানোর সময় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পালর গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

ওই প্রধান শিক্ষকের নাম মো. শহিদুল ইসলাম। তিনি উপজেলার বাসন্ডা ইউনিয়নের চানবরু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা। পরে গত ১৩ সেপ্টেম্বর তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ওই মামলায় আজ শিক্ষক শহিদুলকে গ্রেপ্তার করা হয়।

মামলার বরাত দিয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঝালকাঠি সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন শিক্ষক শহিদুল ইসলাম। পড়ানোর সুযোগে প্রায়ই তিনি ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করতেন। গত ১৮ আগস্ট সকালে ছাত্রীকে তিনি ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

ওসি আরো জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৩ সেপ্টেম্বর মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার পর থেকে আসামি শিক্ষক শহিদুল পলাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পালর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। খবর এনটিভি অনলাইন।

টিআই/ ১৬ সেপ্টেম্বর ২০১৭