‘ফেসবুক রাত ১২টার পর বন্ধ রাখা দরকার’


টাইমস ডেস্ক | Published: 2018-06-28 04:38:24 BdST | Updated: 2024-05-02 12:15:21 BdST

রাত ১২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার পরামর্শ দিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশিদ হোসেন। ফেসবুক আসক্তির ফলে পরিবার থেকে বিচ্ছিন্নতা শিক্ষার্থীদের মাদকের দিকে নিয়ে যায় উল্লেখ করে তিনি এই পরামর্শ দেন।

বুধবার (২৭ জুন) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মিলনায়তনে মাদক ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এম খুরশিদ হোসেন এসব কথা বলেন। কয়েক হাজার শিক্ষার্থী মতবিনিময় সভায় অংশ নেয়।

ডিআইজি বলেন, ‘ফেসবুক রাত ১২টার পর বন্ধ রাখা দরকার। কারণ ফেসবুক ছাত্রছাত্রীদের পরস্পর থেকে আলাদা করে রেখেছে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবারের ভূমিকা প্রথম। শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করতে, জঙ্গিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি এম খুরশীদ হোসেন মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দেন। তিনি বলেন, ‘সমাজ, দেশ এবং রাষ্ট্রকে বাঁচাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তা না হলে এই তরুণ সমাজকে রক্ষা করা যাবে না।’

সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ন কবির মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এ কে এম শওকত আলী খান, উপাধ্যক্ষ অধ্যাপক ড. শহীদ মোহম্মদ ইব্রাহিম প্রমুখ।

এমএন/ ২৭ জুন ২০১৮