নওগাঁয় দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার


টাইমস ডেস্ক | Published: 2018-06-30 23:23:20 BdST | Updated: 2024-05-02 17:48:32 BdST

নওগাঁর রাণীনগরে এক মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র বলাৎকারের শিকার হয়েছেন। শুক্রবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার আবাদপুকুরের হাসানকুড়–আশরাফুল ইসলামিয়া মাদ্রসার পাশে বাঁশঝাড়ে এ ঘটনা ঘটে।

বলাৎকারের শিকার মাদ্রাসার ছাত্রটি চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় থানায় রাতে মামলা দায়েরের পর আজ সকালে অভিযুক্ত আব্দুল মান্নানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই মাদ্রাসা ছাত্রের বাড়ি উপজেলার কালিগ্রাম ইউনিয়নের আবাদপুকুর উত্তরপাড়া গ্রামে। সে আবাদপুকুর মুতছাতুহুল নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ছাত্রের বাবা জানান, বিকাল ৬টার দিকে ছেলে সাহেদকে আবাদপুকুরের হাসানকুড়–আশরাফুল ইসলামিয়া মাদ্রসায় তার সহপাঠিদের সাথে খেলাধুলা করার জন্য রেখে তিনি চলে আসেন। প্রতিদিনের মত তার ছেলে বাড়িতে না ফেরার কারণে তিনি তার ছেলেকে আনতে সেখানে যান। পরে সেখানে গিয়ে দেখতে পান পাশে বাঁশঝাড়ে তার ছেলে অসুস্থ অবস্থায় পরে আছে। ছেলেকে তিনি উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে বলাৎকারকারী আব্দুল মান্নানকে তার নিজ বাড়ি থেকে ধরলে তিনি ঘটনাটি শিকার করে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, রাতেই এ ঘটনায় জাহাঙ্গীর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল মান্নানকে আজ শনিবার সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

টিআই/ ৩০ জুন ২০১৮