পরীক্ষার ফিস চাওয়ায় প্রধান শিক্ষককে হত্যা!


টাইমস ডেস্ক | Published: 2018-07-03 17:19:00 BdST | Updated: 2024-05-02 05:29:53 BdST

পরীক্ষার ফিস চাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিভাবকদের মারধরে প্রধান শিক্ষক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষকের নাম দেলোয়ার হোসেন দুলাল। তিনি উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মারুফের কাছে পরীক্ষার ৩০০ টাকা ফি চাইলে সে স্কুল থেকে বের হয়ে যায়। পরে মারুফের স্বজনরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালকে গালিগালাজ করে। বাকবিতণ্ডার একপর্যায়ে শিক্ষক দুলালকে মারধর করেন। পরে তাঁকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী সোমবার বিক্ষোভ মিছিল নিয়ে কলমাকান্দা থানা ঘেরাও করে।

এ সময় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণের পর দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের ভাই আলাল উদ্দিন খান বাদী হয়ে ছাত্র মারুফের বাবা চাঁন মিয়াসহ অজ্ঞাত আট-দশজনকে আসামি করে মামলা করেছেন।

এদিকে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির ও সম্পাদক আজহারুর ইসলাম তুহিন।

টিআই/ ০৩ জুন ২০১৮