বিনা খরচে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ


টাইমস ডেস্ক | Published: 2017-10-21 23:52:31 BdST | Updated: 2024-05-15 04:10:51 BdST

যুক্তরাজ্য সরকারের অর্থায়নে সম্পূর্ণ বিনা খরচে সেদেশের লেখাপড়ার সুযোগ এসেছে। বহির্বিশ্বের শিক্ষার্থীদের জন্য এবারও শিভেনিং স্কলারশিপ অফার করেছে যুক্তরাজ্য সরকার। যারা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স কিংবা পিএইচডি করতে চান তারা আবেদন করুন এখন থেকেই।

আবেদনের শেষ তারিখ : ৭ নভেম্বর ২০১৭

যোগ্য আফ্রিকান দেশ : উন্নয়নশীল দেশগুলো

স্কলারশিপ দেওয়া হয়: ১৯৮৩ সাল থেকে

বৃত্তির সংখ্যা: ১৫০০

যেসব বিষয়ে পড়া যাবে : যুক্তরাজ্যর যেকোনো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি, সরকার, ব্যবসা, গণমাধ্যম, পরিবেশ, নাগরিক সমাজ, ধর্ম ইত্যাদি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

স্কলারশিপ সম্পর্কিত কিছু তথ্য : যাদের শক্ত একাডেমিক ভিত্তি ও যাদের মধ্যে নেতৃত্ব-সম্ভাবনা আছে তাদেরকে শিভেনিং স্কলারশিপ প্রদান করা হয়। এই বৃত্তিটি যুক্তরাজ্যের নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলিতে মাস্টার্স ডিগ্রি এবং ৪৪ হাজার প্রাক্তন ছাত্রীদের প্রভাবশালী বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশ হওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। ২০১৮-১৯ সেশনের জন্য বিশ্বব্যাপী আনুমানিক ১৫০০টি শিভেনিং স্কলারশিপ রয়েছে। এই বৃত্তি পরবর্তী বিশ্ব নেতা তৈরির ক্ষেত্রে যুক্তরাজ্যের উল্লেখযোগ্য বিনিয়োগের কথা তুলে ধরে।


যোগ্যতা

  • একটি শিভেনিং স্কলারশিপের জন্য যোগ্য হতে হলে আপনাকে অবশ্যই নিম্ন লিখিত বিষয়গুলোর
  • শিভেনিং-যোগ্য দেশের নাগরিক হতে হবে।
    স্কলারশিপ শেষ হওয়ার পর দুই বছরের মধ্যে নিজ দেশে ফিরে আসতে হবে।
  • যুক্তরাজ্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামে প্রবেশ করতে হলে আপনার অস্নাতক ডিগ্রি থাকতে হবে। এটি সাধারণত যুক্তরাজ্যের উচ্চতর দ্বিতীয় শ্রেণীর ২:১ সম্মান ডিগ্রীর সমতুল্য।
  • অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

যেভাবে আবেদন করবেন: শেভেনিং বৃত্তি জন্য আবেদন করার জন্য অনলাইনে একটি আবেদনপত্র পূরণ করতে হবে এবং জমা দিতে হবে।

নিচের লিংকে গিয়ে আবেদন করা যাবে:

https://www.chevening.org/apply

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত নিচের লিংকে

https://scholarship4all.com/uk-uk-government-fully-funded-chevening-scholarship-international-students-2018/

টিআই/ ২১ অক্টোবর ২০১৭