অস্ট্রেলিয়ার ডিকেন ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শতভাগ ছাড়!


টাইমস ডেস্ক | Published: 2018-01-28 22:48:17 BdST | Updated: 2024-05-03 03:59:14 BdST

বাংলাদেশের মেধাবী ছাত্রদের জন্য শতভাগ ছাড়ে লেখাপড়া করানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার ডিকেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং প্রেসিডেন্ট অধ্যাপক জেইন ডেন হল্যান্ডার।

সম্প্রতি বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন।

অধ্যাপক জেইন ডেন হল্যান্ডার বলেন, ডিকেন ইউনিভার্সিটি তাদের অভিজ্ঞতার আলোকে বিদেশী ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিকভাবে সহযোগীতা করার জন্য নানা ধরনের স্কলারশীপ প্রদান করছে। বিশ্ববিদ্যালয়টি আন্ডার গ্রেজুয়েট অথবা পোস্ট-গ্রেজুয়েট প্রোগামে বাংলাদেশের মেধাবী ছাত্র-ছাত্রীকে শতভাগ স্কলারশীপ প্রদান করবে। এছাড়াও মধ্যম মানের শিক্ষার্থীরাও তাদের মেধানুসারে ২০% থেকে ২৫% পর্যন্ত স্কলারশীপ পাবে।

এই সময় প্রতিষ্ঠানটির ডেপুটি ভাইস-প্রেসিডেন্ট (গ্লোবাল) এবং দক্ষিণ এশিয়া সিইও মিস রাভনীত পভা উপস্থিত ছিলেন।

এসএম/ ২৮ জানুয়ারি ২০১৮