চীনের বিশ্ববিদ্যালয় গুলোতে সরকারী স্কলারশিপে আবেদন


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-23 23:50:14 BdST | Updated: 2024-05-02 22:06:46 BdST

চীন শিক্ষা মন্ত্রনালয় আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীরা যাতে, চীনে উচ্চ শিক্ষা গ্রহন করতে পারে সেই লক্ষ্যে চীনের বিশ্ববিদ্যালয় গুলোতে স্কলারশিপ এর ব্যবস্থা করেছে। চীনা শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে ২০০৮ সাল থেকে চীন সরকার এই পূর্ণকালীন মার্স্টাস ও ডক্টরেট স্কলারশিপের মাধ্যমে ভর্তির জন্য ইউ,এস,টি,সি কে অনুমোদন দিয়েছে।

স্থান: চীন
সুযোগ সুবিধাসমূহ
ফ্রী টিউশন ।
বাসস্থানঃ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে অথবা আলাদা থাকার অর্থ সহ ব্যাবস্থা করে দেয়া হবে ।
যদি হোস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বসবাস করতে চায়, তাহলে বিশ্ববিদ্যালয়টি ইউনিভার্সিটি ডরমিটরি (সাধারণত একটি টুইন রুম) এর বৃত্তি ভিত্তিতে ছাত্রদের ঠিক করে দিবে; যদি হোস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদের ক্যাম্পাস থাকার অনুমতি দেয়, তাহলে বিশ্ববিদ্যালয় মাসিক আবাসন ভর্তুকি প্রদান করবেঃ

মার্স্টাসের ছাত্রদের জন্যঃ CNY ৭০০ প্রতি মাসে ।
ডক্টোরাল শিক্ষার্থীদের জন্যঃ CNY ১০০০ প্রতি মাসে ।

বৃত্তিঃ

মার্স্টাসের ছাত্রদের জন্যঃ CNY ৩০০০ প্রতি মাসে ।
ডক্টরাল ছাত্রদের জন্যঃ CNY ৩৫০০ প্রতি মাসে ।
চিকিৎসা বীমা ।

আবেদনের যোগ্যতা
আবেদঙ্কারী অবশ্যই মানসিক ও শারীরিক ভাবে সুস্থ এবং চীনা নাগরিক হতে পারবে না।
আবেদনপত্র জমাদানের সময় আবেদনকারীগণ চাইনিজ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ছাত্র হতে পারবেন না, অথবা এক বছরেরও বেশি সময় ধরে চীনের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করছে এমন হতে পারবেন না ।

শিক্ষাগত পটভূমি এবং বয়স সীমাঃ

মার্স্টাস ডিগ্রির জন্য আবেদনকারীদের স্নাতক ডিগ্রি (চীন মধ্যে স্নাতক ডিগ্রী সমতুল্য) থাকতে হবে এবং ৩৫ বছরের (১লা সেপ্টেম্বর, ২০১৮ এর মধ্যে) কম বয়সী হতে হবে ।
ডক্টরেট ডিগ্রির জন্য আবেদনকারীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে (চীনে মাস্টার ডিগ্রি সমতুল্য) এবং ৪০ বছরের কম বয়সী (১লা সেপ্টেম্বর, ২০১৮ এর মধ্যে) ।
২০১৮ সালের জুলাই এর মধ্যে যাদের স্নাতক শেষ হবে তাদের জন্য অবশ্যই একটি প্রাক-স্নাতক সার্টিফিকেট জমা দিতে হবে যাতে তাদের গবেষণা ও স্নাতক সম্পন্ন হবে বলে উল্লেখ থাকবে ।
অন্যান্য চীনা বৃত্তি বা তহবিল (২০১৭-২০১৮এর মধ্যে) যারা পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না ।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সবার জন্য উন্মুক্ত শুধু চীনা নাগরিক ব্যতীত ।

আবেদনের শেষ তারিখ: মার্চ ১৫, ২০১৮ (২০ দিন বাকি)

অফিসিয়াল ওয়েবঃ https://isa.ustc.edu.cn/xs/disp.asp?ucode=90

বিডিবিএস