প্রেমিকাকে সরাসরি দেখার ইচ্ছে থেকেই জুমের ধারণা!


Dhaka | Published: 2020-09-20 13:00:49 BdST | Updated: 2024-05-03 18:36:55 BdST

দূরে থাকা প্রেমিকাকে দেখতে না পেয়েই জুমের পরিকল্পনা ভাবেন চাইনিজ বংশোদ্ভূত আমেরিকান এরিক ইয়ান। সেই ভাবনা আজ তাকে বিলিয়নিয়ার বানিয়ে দিয়েছে। বিশ্বের ৫০০ শীর্ষ ধনীদের মধ্যে ৮৫তম স্থানে উঠে এসেছেন এরিক।

ফরচুনের তথ্যানুযায়ী, চীনে বসবাস করার সময় ইয়ান ও তার প্রেমিকা আলাদা কলেজে ভর্তি হতে বাধ্য হন। তাদের দুই জনের কলেজের দূরত্ব ট্রেন যাত্রায় ১০ কিলোমিটার। পরবর্তীতে তারা বিবাহ বন্ধনেও আবদ্ধ হন।

২০১৯ সালে ফোর্বসকে ইয়ান বলেন, সারাবছরে দুই বার ১০ ঘণ্টা ট্রেন জার্নি করে প্রেমিকাকে দেখতাম। তখন আমার বয়স ১৮ বা ১৯ ছিল। তখন ভবিষ্যতে এক চাপে প্রেমিকাকে দেখে কথা বলার ফ্যান্টাসিতে ভুগি। সেই অভিজ্ঞতাই টেলিফোনের মধ্যে সম্মিলিত ভিডিও কনফারেন্সিংয়ের ধারণা দেয়।

সিএনবিসির তথ্যানুযায়ী, ইয়ান বন্ধুত্বভাবাপন্ন কনফারেন্সিং পদ্ধতি তৈরি করতে চেয়েছিলেন যাতে সহজে ব্যবহার করা যায়। তাই আজকের জুমের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে ব্যবহারকারীরা বিচ বা গোল্ডেন গেইট ব্রিজের সামনের দৃশ্য ব্যবহার করতে পারেন।

এরিক ইয়ান হচ্ছেন ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার জুমের প্রতিষ্ঠাতা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে সফটওয়্যারটি কর্মক্ষেত্র বা সামাজিক কাজে ব্যবহৃত হতো। দুই বছরের মধ্যেই সফটওয়্যারটির কোম্পানি ত্রি কমা ক্লাবে প্রবেশ করেছে।

ব্লুমবার্গের বিলিনিয়রের সূচি অনুযায়ী, ১৭ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ইয়ান এরইমধ্যে ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের ৫০০ শীর্ষ ধনীদের তালিকায় স্থান পেয়েছেন। এমনকি আমেরিকার অন্যতম ধনকুবের হিসেবে তিনি তালিকাভুক্ত হয়েছেন।
সূত্র : বিজনেস ইনসাইডার।