শিক্ষার্থীদের ই-কমার্সে যুক্ত করতে চালু হলো Bossbazar.com


প্রযুক্তি টাইমস | Published: 2017-09-21 23:31:20 BdST | Updated: 2024-05-05 10:04:02 BdST

অনলাইনের প্রচার ও প্রসার যত বাড়ছে, ততই বাড়ছে ব্যবসার সুযোগ। অনলাইনের বাজারে পরিচিত হয়ে ওঠা নাম ই-কমার্স। এর পূর্ণ রূপ 'ইলেকট্রনিক কমার্স'। ই-কমার্স মানে হচ্ছে ইন্টারনেটে একটি প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়া। শিক্ষার্থীদের ই-কমার্সে যুক্ত করতে ক্লাসিফাইড ওয়েবসাইট (Bossbazar.com) চালু করেছেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের সপ্তম সেমিষ্টারের শিক্ষার্থী মুহাম্মদ শাজ্জাদ খান।

দীর্ঘ দুই মাস সাইটটি নিয়ে কাজ করেছেন তিনি। Bossbazar.com এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এবং কলেজের সীমানার মধ্যে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় যে কোন কিছু ক্রয়-বিক্রয় করতে পারবেন। যেহেতু লেনদেন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সীমানার মধ্যে হবে, তাই ক্রেতা এবং বিক্রেতা এখানে নিরাপদ বলে জানিয়েছেন সাইটটির নির্মাতা মুহাম্মদ শাজ্জাদ খান।

তিনি জানান, এই সাইটটি মূলত শিক্ষার্থীদের ক্রয় ও বিক্রয়ের সুবিধার্থে তৈরী করা হয়েছে। শিক্ষার্থীরা এখানে নতুন ও পুরাতন জিনিসপত্র ক্রয়/বিক্রয়, অনলাইন কেনাকাটা ও ইকর্মার্সের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

মুহাম্মদ শাজ্জাদ খান বলেন, আমি edx.com এর মাধ্যমে অনলাইনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে "User Innovation" এর একটি কোর্স করেছিলাম। সেটি আমাকে এই ওয়েবসাইটটি তৈরীতে অনুপ্রেরণা যুগিয়েছে।

জানা গেছে, Bossbazar.com এ শিক্ষার্থীরা বিনামূল্যে বিজ্ঞাপন দিতে পারবেন। তবে কেউ যদি ই-কমার্সের সাথে যুক্ত হতে চান তাহলে স্বল্প খরচে এই সাইটের মাধ্যমে সংযুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বিশেষ সুবিধা পাবেন। এই ওয়েবসাইটটি শিক্ষার্থীরা ছাড়াও অন্য সকল পেশার মানুষ ব্যহার করতে পারবেন।

এমএন/ ২১ সেপ্টেম্বর ২০১৭