পছন্দের উইকেটই পাচ্ছেন মুশফিকরা


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-04 00:21:27 BdST | Updated: 2024-05-07 06:38:25 BdST

বৈরি আবহাওয়ায় তখন ইনডোরে অনুশীলন চলছিল বাংলাদেশ দলের। তারই এক ফাঁকে ব্যাটিং করতে থাকা মুশফিকের কাছে বার্তা গেল। বৃষ্টি থামার সংকেত পেয়ে অধিনায়ক উইকেট দেখতে এলেন কোচের সঙ্গে। দ্বিতীয় টেস্টের জন্য জহুর আহমেদের তিন ও পাঁচ নম্বর উইকেট প্রস্তুত রাখা হয়েছে। দুটিই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন দুজনে। প্যাড পরা মুশফিক ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে সামনে-পেছনে পা নিয়ে শ্যাডো করার ভঙ্গিও করলেন কিছুক্ষণ। হাতে ধুলো মাখিয়ে পরখ করলেন উইকেট। কিছুপরই তিন নম্বর উইকেটের পরিচর্যা শুরু করলেন কিউরেটর।

বোঝা গেল তিন নম্বর উইকেটেই হবে সিরিজের শেষ টেস্ট। গত বছর ইংল্যান্ড সিরিজের রোমাঞ্চকর ম্যাচটাও হয়েছিল এই উইকেটেই। তাতে ২২ রানে ম্যাচ হাতছাড়া করলেও টাইগার স্পিনে ভড়কে গিয়েছিল ইংলিশরা। প্রতিপক্ষের ২০ উইকেটের ১৯টিই নিয়েছিলেন স্পিনাররা। এবারও তাই স্পিন সহায়ক উইকেট চট্টগ্রামে।

সিরিজ শুরুর আগে চট্টগ্রামে ক্যাম্প করার সময়ই কোচ-অধিনায়ক জানিয়ে দিয়েছেন উইকেট নিয়ে চাহিদার কথা। চাওয়া-পাওয়ার যে মিলেছে সেটি বোঝা গেল মুশফিকের কথাতেই, ‘উইকেট মোটামুটি তৈরিই ছিল। দেখলাম কোনটা কেমন হতে পারে। একেক উইকেট একেক ধরনের হয়ে থাকে। বৃষ্টির জন্য এখানে একটা উইকেট একটু অপ্রস্তুত অবস্থায় থাকতে পারে। বৃষ্টির জন্য গত দু-তিন দিন তারা সেভাবে কাজও করতে পারছে না। তবে আমরা যেভাবে বলেছি, সেভাবেই উইকেট বানানো হয়েছে। আমরা উইকেট নিয়ে খুশি। উইকেট যেমনই হোক, মাঠে নিজেদের কাজটাও ঠিকমতো করতে হবে। সেটাতেই মনোযোগী আছি।’

মিরপুরের মতোই স্পিনিং উইকেট হওয়ায় একাদশে খুব বেশি পরিবর্তন আনার সুযোগও দেখছেন না অধিনায়ক, ‘একাদশে আহামরি পরিবর্তন নাও হতে পারে। হলেও আমাদের ব্যালেন্স খুব ভালো হবে। তিনটা সিমার আছে। কন্ডিশন দেখতে হবে। বাড়তি স্পিনারও আছে আমাদের। ব্যাটসম্যানও আছে বাড়তি। বিশ্বাস করি আমাদের সেরা কম্বিনেশনই হবে। মনে হয় না খুব পরিবর্তন হতে পারে।’

শের-ই-বাংলায় দুই স্পিনার খেলালেও চট্টগ্রামে তিন স্পিনার খেলানোর ইঙ্গিত দিয়েছেন স্টিভেন স্মিথ। শেষ পর্যন্ত তিন স্পিনার খেলালে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার ভাবনা আছে কিনা এমন প্রশ্নে মুশফিক বললেন, ‘ওদের কে আসছে, সেটার উপর নির্ভর করে আমাদের দল হবে। আমাদের টপঅর্ডার বা বটমঅর্ডার সব জায়গায় ব্যাটসম্যান আছে। সবদিকে কাভার করা আছে। আমরা চেষ্টা করব ওদেরটা মাথায় রেখে দল সাজাতে। আমরা নিজেদের শক্তি অনুসারে খেলব। গত টেস্টেও নিজেদের শক্তির উপর স্থির ছিলাম। এই টেস্টেও থাকব।’ খবর চ্যানেল আই।

এসজে/ ০৩ সেপ্টেম্বর ২০১৭