ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ছাত্রলীগের শোক সভা অনুষ্ঠিত


ঢাবি টাইমস | Published: 2017-08-11 04:04:37 BdST | Updated: 2024-05-11 22:51:47 BdST

স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শোকাবহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে ফারসি বিভাগ ছাত্রলীগ শোকাবহ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর উপর দেয়ালিকা,আলোকচিত্র, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে ।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান জনাব ড. আব্দুস সবুর খান,প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সফল সা:সম্পাদক ও ফারসি বিভাগের অধ্যাপক জনাব ড.মোহাম্মদ বাহাউদ্দিন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সভাপতি জনাব মো:মুকুল হক এবং সঞ্চালনা করেন ফারসি বিভাগ ছাত্রলীগ এর সা:সম্পাদক পি,এম তারুণ্য অপু।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সফল সাংগঠনিক সম্পাদক জনাব মো:শাহজালাল, আইন বিষয়ক উপ সম্পাদক -হুসাইন সাদ্দাম,সমাজসেবা বিষয়ক উপ সম্পাদক- মীর আলামীন,সহ সম্পাদক ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সফল সভাপতি খাদিজা তুল কুবরা,শেখ শামীম তুর্য, সদস্য-ফেরদৌস আলম,সাইফুল্লাহ আব্বাসী ও প্রমুখ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সহ সম্পাদক মো:শাহ জালাল, মো: রিপন মিয়া, সাইদুল ইসলাম জিসান ও আযমাইন হক।

এছাড়াও কলা অনুষদ ছাত্রলীগের সভাপতি শামীম ওসমান এবং সাধারণ সম্পাদক মির্জা নুর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সমাপনী বক্তব্য শেষে ফারসি বিভাগ ছাত্রলীগের সংগ্রামী জনাব মো:মুকুল হক, বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাসির দাবি জানান।

 

এমএসএল