করোনা: সাড়ে ৫শ মানুষের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ভিপি নুর


Dhaka | Published: 2020-04-16 19:51:11 BdST | Updated: 2024-05-08 07:26:09 BdST

করোনাভাইরাসে কারণে ঘরবন্দি হয়ে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় ঢাকায় আড়াইশ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন।

বুধবার রাজধানীর রায়েরবাগ, ধোলাইপাড় ও আশপাশের এলাকার ২৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ডাকসু ভিপি। এরআগে হাজারীবাগে ৩৭০ পরিবার, সবুজবাগে ২৫০ ও নারায়ণগঞ্জে ২৫০ পরিবারকেও গণস্বাস্থ্যের সহযোগিতায় খাদ্য সহায়তা দেন নুর।  ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন ভিপি নুর। তিনি জানান, ত্রাণের প্রতিটি বস্তায় ছিলো চাল ১৫ কেজি, আলু ৫ কেজি, মশুরি ডাল ১ কেজি, আটা ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, লবন ২ কেজি, সয়াবিন তেল ৬০০গ্রাম, সরিষার তেল ১০০ গ্রাম, মরিচ ও সাবান। 

এ ছাড়া ১৪ এপ্রিল নুর জানান, "অষ্ট্রেলিয়া প্রবাসী এক ভাইয়ের সহযোগিতায় দশমিনা উপজেলায় ৫০ টি পরিবারের কাছে মোটামুটি ১ মাসের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। যেখানে ছিল চাল ২০ কেজি,অালু ৫ কেজি, মশুরি ডাল ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, তেল ২ লিটার, লবন ২ কেজি ও সাবান ২ টি। তিনি ১০০ পরিবারের ১ মাসের খাদ্যসামগ্রীর টাকা পাঠিয়েছেন। অাগামীকাল জিনাইদহে বাকি ৫০ টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে"।

নুর জানান, "আরেকটি সুসংবাদ হচ্ছে ভাই আরও ১০০ পরিবারের জন্যও টাকা পাঠাবেন।সেখান থেকে রংপুরের দারিদ্রপীড়িত এলাকায় ১০০ টি পরিবারকে সহায়তা করা হবে ইনশাআল্লাহ।অামরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে চেষ্টা করতেছি দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও হতদরিদ্র মানুষকে সামর্থ্যনুযায়ী খাদ্যসামগ্রী পৌঁছে দিতে। অাপনিও সহযোগিতা নিয়ে ছাত্র অধিকার পরিষদের পাশে থাকুন"।

এদিকে নূরের ছাত্র সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রী।

রাশেদ খান , ফারুক, হাসান আল মামুন, বিন ইয়ামিন মোল্লা, মশিউর রহমান, মাহফুজ খান ,নাজমুল হুদা, আব্দুল্লাহিল বাকিসহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে চলছে এ  কর্মসূচি।