সংগ্রামী মায়ের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা


ঢাবি টাইমস | Published: 2020-04-17 02:53:22 BdST | Updated: 2024-05-08 02:05:09 BdST

করোনা ভাইরাসের কারণে ঘোষিত ছুটির কারণে রাজধানীর বাড্ডা এলাকায় ঘরে আটকা পরা এক মা সন্তানকে দুধ না খাওয়াতে পেরে আকুতি জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এতে সাড়া দিয়ে তার জন্যে বাচ্চার দুধ ও খাবার পাঠিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার।

বুধবার রাতে নিজের ফেসবুক ওয়ালে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। আসিফ তালুকদারের এ কাজের প্রশংসা জানিয়েছেন নেটিজেনরা।

রাতে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেন-

"একটা আপুর দুইটা ছোট বাচ্চা আছে, উনি কল করে কান্না করছে, ছোট বাচ্চাদের জন্য খাবার দুধও কিনতে পারছেন না। আমারও হাতে ব্যালেন্স যা ছিলো সব শেষ। একটু কি হেল্প করতে পারবেন দুধ কিনে দিয়ে?

লোকেশন: বাড্ডা, ঢাকা। যদি চট্টগ্রামে হতো তাহলে আমি কিছু করতে পারতাম। আপনি চাইলে আমি নাম্বার দিতে পারি, আপনি যোগাযোগ করতে পারেন।"

এই মেসেজটি চট্রগ্রাম থেকে ছাত্রলীগের একজন বন্ধু Radwan Haque Ratul

আপুটির নাম্বার নিয়ে ফোন দিয়ে কথা বললাম৷ কান্না জড়িত কন্ঠে সমস্যার কথা বললেন৷ বাচ্চাদের দুধ কিনতে হবে, ঘরে খাবার নেই, নিজে অসুস্থ এবং ডাক্তার দেখানো খুব জরুরী ভিত্তিতে প্রয়োজন৷ তাকে বিকাশে টাকা পাঠেলেও লাভ নেই৷ কারণ বাচ্চাদের রেখে বাইরে গিয়ে দোকান খুঁজে কেনাকাটা করা এই মুহুর্তে তার জন্য নিঃসন্দেহে, কঠিন কাজ৷ আমি কল দিলাম মুগদা থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক Rafi Uddin Juman কে৷ ছেলেটাকে আগেও ঢাকার বিভিন্ন জায়গায় পাঠিয়েছি৷ যেখানে এখন নিজের কোন কাজে ঘর থেকে বের হতে সবাই ভয় পাচ্ছে সেখানে ছেলেটির মুখে মানুষের পাশে দাঁড়ানোর এই অদম্য ইচ্ছে অনেক কিছু শিখিয়েছে আমাকে৷

ছেলেটিকে যখন বললাম যে আমি টাকা পাঠাচ্ছি কিছু, এই ঠিকানায় যেতে পারবে কি না কিছু বাজার ও বাচ্চাদের দুধ কিনে নিয়ে৷ আমার কথা কথা শেষ না হতেই বললো ভাই আমরাও কিছু মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি৷ যে দ্রব্যাদি বিতরণ করেছি তার দুটো প্যাকেট আমার কাছে আছে৷ আপনি দুধ কেনার টাকাটা দিলে আমি এই প্যাকেট দুটোসহ তার বাসার সামনে গিয়ে দিয়ে আসছি৷ দুধ কেনার টাকা পাঠানোর পরে ছেলেটি অনেক গুলো দোকান ঘুরে একাই অসহায় আপুটির বাসায় গিয়ে বাচ্চাদের দুধ ও প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিয়ে এসেছে৷

আপুটির নিজের চিকিৎসা করা জরুরী যা আমার পক্ষে কোন ভাবে বহন করা সম্ভব নয়৷ আপনারা যদি কেউ তাকে তার নাম এবং পরিচয় গোপন রেখে সহযোগিতা করতে চান আমাকে জানালে আমি তার সাথে আপনাকে বা আপনাদের যোগাযোগ করিয়ে দিতে পারবো৷

If You Can Fight Then Fight & Please Help Each Other''। 

(স্ট্যাটাসের বানান অপরিবর্তীত রাখা হলো)

ফেসবুক স্ট্যাটাসটি পড়তে ক্লিক করুন এখানে