নেত্রকোণার দুর্গাপুরে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ


Netrokona | Published: 2020-04-22 23:54:53 BdST | Updated: 2024-05-07 12:34:47 BdST

কৃষকের পাকা ধান কেটে দিলেন দুর্গাপুরে চন্ডিগড় ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী । তার নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল অসহায় কৃষকদের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন । এ ঘটনা মঙ্গলবারের।

সাইফুল ইসলাম বলেন, নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবছরের মতো এবারও বোরো মৌসুমের আবাদ হয়েছে । বড় ধরনের প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকায় এখন পর্যন্ত এই অঞ্চলের কৃষকরা বাম্পার ফলনের আশা করছে। তবে এই আশা যেনো নিরাশায় পরিণত না হয় এজন্য আমাদের এই উদ্যোগ।

স্থানীয় কৃষক হাফিজ উদ্দিন জানান, এবছর ফসল ভালোই হইছে। কিন্তু করোনাভাইরাস এর কারণে ভয়ে কেউ ধান কাটতে চায় না। আর দূর থেকে কোনো শ্রমিক এলাকায় আসে না। আমরা কিভাবে ধান ঘরে তুলব তা নিয়ে অনেক চিন্তায় ছিলাম। পরে স্থানীয় যুবক ভাইদের জানালে তারাই এগিয়ে এসে আমার দশ কাঠা জমির ধান বিনামূল্যে কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন।

সাইফুল ইসলাম আরো বলেন, আমরা ছাত্রলীগ কর্মীরা সবসময় মানুষের পাশে চেষ্টা করেছি। তবে বর্তমানে দেশের করোনা ভাইরাসের কারণে অনেকটাই আতঙ্কগ্রস্ত । এমন অবস্থায় স্থানীয় কৃষকরা বোরো মৌসুমে আবাদ নিয়ে বিপাকে পড়েছে। আমরা ছাত্রলীগ কর্মীরা কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক গ্রামের প্রতিটি অসহায় মানুষের ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিচ্ছে।