ইমাম-খতিবদের ইফতার সামগ্রী দিলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি


Mymensing | Published: 2020-04-28 02:54:47 BdST | Updated: 2024-05-02 13:18:26 BdST

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সকল মসজিদের ইমাম, খতিব ও খাদেম এবং কওমি মাদরাসার শিক্ষকদের সম্মান জানিয়ে তাদের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গৌরীপুর পৌর শহরের সকল মসজিদের ইমাম, খতিব ও খাদেম এবং কওমি মাদরাসার শিক্ষকদের মাঝে পবিত্র রমজানুল মোবারক ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আলেম-উলামাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার পৌঁছে দেন তিনি। পাশাপাশি অসহায়দের মাঝে ইফতারও পৌঁছে দেন।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, যতদূর জানি এবং বিশ্বাস করি আলেম-উলামারা সৎ এবং সমাজের সম্মানিত ব্যক্তি। আমি তাই উনাদের প্রতি সম্মান জানিয়ে পবিত্র রমজানুল মোবারক ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আলেম-উলামাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছি। পাশাপাশি অসহায়দের মাঝে ইফতার পৌঁছে দিয়েছি।