করোনায় মৃতের জানাজা পড়ানোর ঘোষণা ঢাবি ছাত্রলীগ কর্মীর


ঢাবি টাইমস | Published: 2020-05-02 04:42:06 BdST | Updated: 2024-05-02 12:44:11 BdST

করোনায় মৃতের জানাজা পড়ানোর ঘোষণা দিয়েছেন আমান উল্লাহ আমান নামে ঢাবি ছাত্রলীগের এক কর্মী ।

সারাবিশ্বে করোনা ভাইরাসের কারনে বাড়ছে আতংক। অনেক স্থানে মৃত ব্যাক্তির লাশের জানাজা এবং দাফন করার জন্য মানুষের অভাব দেখা দিচ্ছে। এরুপ পরিস্থিতিতে দেশের যে কোন স্থানে করোনা ভাইরাসের করনে মৃত ব্যক্তির জানাজা পড়ানো এবং দাফন কাজে সাহায্য করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা আমান উল্লাহ আমান ।

শুক্রবার ক্যাম্পাসটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন আমান নিজেই।

হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, নিত্য প্রয়োজনীয় জিনিস বাসায় বাসায় পৌঁছে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র ।

আমানের সাথে যোগযোগের নম্বর 01521251804। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের শিক্ষার্থী।

উল্লেখ্য সিরাজগঞ্জের শাহজাদপুরে এবং বরিশালের বাকেরগঞ্জে এমনি সংকট দেখা দিলে এগিয়ে আসে স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা।