করনা টেস্টে ঢাবির ল্যাবে কাজ করবেন অরণি


ঢাবি টাইমস | Published: 2020-05-08 01:28:20 BdST | Updated: 2024-05-02 09:14:39 BdST

বাংলাদেশের কোভিড ১৯ এর দুর্যোগ মোকাবেলায় ঢাবির ল্যাবে কাজ করবেন অরণি সেমন্তি খান। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক  ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালযয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের করোনা টেস্ট ল্যাবে প্রতিদিন প্রায় চারশত করোনা টেস্ট করা যাবে।

এছাড়াও অরুনি ও তার বন্ধুরা মিলে, স্বতন্ত্র জোটের পক্ষ থেকে বিভিন্ন জেলায় প্রায় ৬০০টি পরিবারে খাবার পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। 

অরণি সেমন্তি খান গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র জোটের পক্ষ থেকে ভিপি পদপ্রার্থী ছিলেন।