লেফট জব দেয়াটাই রাইট জবঃ সাবেক এজিএস সাদ্দাম


ঢাবি টাইমস | Published: 2020-06-26 17:34:11 BdST | Updated: 2024-05-15 06:53:20 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদ্য সাবেক এজিএস সাদ্দাম হোসেন সম্প্রতি ডাকসুর মেয়াদ শেষ হওয়ায় ফেইসবুকে লেফট জব দিয়েছেন। আর সে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসাও পেয়েছেেে ও আলোচনায় এসেছে। তার সাথে সাথে ডাকসুর সিংহভাগ প্রতিনিধিও লেফট জব দিয়েছেন।

এ বিষয়ে ক্যাম্পাস টাইমস এর ফেইসবুক লাইভে সাদ্দাম হোসেনকে প্রশ্ন করলে তিনি বলেন, লেফট জব দেয়াটা আসলে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয় বা দায়িত্বকে  অবহেলাও নয়। এটি আসলে আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে নৈতিক দায়িত্ব। ২২ জুন যেহেতু আমাদের ডাকসুর গঠনতন্ত্র অনুসারে মেয়াদ পরিপূর্ণ হয়েছে। এটি আমাদের মেয়াদের সমাপ্তি । তাই আমাদের সকলকে জানিয়ে দেয়া উচিত আমাদের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। আমরা এখন লকডাউনের মধ্যে সময় পার করছি তবে আমি বিশ্বাস করি ঢাকাা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বের কখনও লকডাউন হয় না। যেহেতু আমি এখন একটি ছাত্র সংগঠনের দায়িত্বে রয়েছি তাই শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা আমাদের ভূমিকা পালন করেে যাব। আমরা সব সময় আমাদের দায়িত্ব পালন করে যাব।

এদিকে পরবর্তী ডাকসু নির্বাচন নিয়ে সাদ্দাম হোসেন বলেন, অবশ্যই আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক। সব সময় শিক্ষার্থীরা তাদের  ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাক। যথাসময়ে নির্বাচন হোক। শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই সংসদ অবশ্যই নির্বাচনের মাধ্যমে চালু রাখতে হবে।