হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতাকে ঢাকায় প্রেরণ


সিরাজগঞ্জ | Published: 2020-06-28 17:56:16 BdST | Updated: 2024-05-16 08:21:41 BdST

সিরাজগঞ্জে `দলীয় কোন্দলে' হামলার শিকার’ ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার বিকালে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ।

আহত এনামুল হক বিজয় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং কামারখন্দের জামতৈল হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ ছাত্রলগের সভাপতি।

ছাত্রলীগ আয়োজিত সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের জন্য ‘দোয়া মাহফিলে’ যোগ দিতে যাওয়ার পথে গত শুক্রবার বিকালে শহরের বাজার স্টেশন এলাকায় হামলার শিকার হন তিনি।

আহত বিজয়কে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় বিজয়ের বড় ভাই রুবেল বাদী হয়ে শনিবার বিকালে সদর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর নাম উল্লেখ্যসহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ জানান, শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের স্মরণে মাহফিলের আয়োজন করা হয়েছিল।

“সেই অনুষ্ঠানে আসার পথে বাজার স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিয়ারধানগড়ার জিহাদ এবং আরেক সাংগঠনিক সম্পাদক ভাঙ্গাবাড়ি মহল্লার আল আমিনসহ বেশ কয়েকজন মিলে এনামুল হক বিজয়কে কুপিয়ে এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।”

দলের মধ্যে কোন্দল থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু এভাবে হত্যার উদ্দেশ্যে মারপিট করা নিন্দনীয় অপরাধ।”

এদিকে, এ হামলার প্রতিবাদে পুলিশের ‘বাধার’ পরও সিরাজগঞ্জ ও কামারখন্দ উপজেলায় পৃথক পৃথকভাবে মানববন্ধন হয়েছে।

কামারখন্দ উপজেলার বাগবাড়ি-পাইকোশা আঞ্চলিক সড়কে মানববন্ধনে অংশ নেওয়া কামারখন্দ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য রাইসুল ইসলাম রিপন বলেন, “জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকার সমর্থকরা ছাত্রনেতা বিজয়কে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে।