খানসামায় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি


Dinajpur | Published: 2020-07-21 02:21:12 BdST | Updated: 2024-04-29 20:48:48 BdST

"মুজিব শতবর্ষের আহ্বান , তিনটি করে গাছ লাগান" এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সদ্য সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য'র উদ্যোগে দিনাজপুর জেলার খানসামায় উপজেলায় বৃক্ষরোপণ করা হয়।

উৎসবমুখর পরিবেশে এলাকার মসজিদের খতিব, শিক্ষক, কৃষক, শিশুসহ সর্বস্তরের জনগণকে নিয়ে প্রায় সোমবার এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ প্রসঙ্গে সাবেক ডাকসু সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন,  "মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এক কোটি গাছ রোপন করতে বলেছেন সেই মহৎ অঙ্গীকার কে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। সেই ধারাবাহিকতায় করোনাকালীন এই সংকটেও এলাকাবাসীর বিপুল উৎসাহ উদ্দীপনায় শতাধিক গাছ রোপন করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় কিছুটা হলেও দায়িত্ব পালন করতে পারছি। এজন্য আত্মতৃপ্তি লাগছে। পুরো দেশবাসীকে আহবান জানাই পরিবেশের জন্য, নিজের জন্য আসুন অন্তত তিনটি করে গাছ লাগাই। সুন্দর সুজলা-সুফলা বাংলাদেশকে আরেকবার সবুজায়ন করি।