মাত্র ২০ লক্ষ টাকার জন্য জীবন সংকটে ঢাবির জিয়া হলের ভিপি!


Dhaka | Published: 2020-09-08 21:39:11 BdST | Updated: 2024-05-01 21:29:32 BdST

বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক মনোনীত হয়ে তিনি নির্বাচিত হয়েছেন একটি হলের ভিপি। দীর্ঘদিন সক্রিয় থেকে মিছিলে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মসূচিতে। এখনো পর্যন্ত আছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভিপির দায়িত্বে। অসুস্থ হয়ে ভর্তি আছেন ঢাকার বেসরকারি মেডিকেল স্কয়ার হাসপাতালে। তার চিকিৎসার জন্য আজও মানুষের দিকে চেয়ে আছেন তার পরিবার। এত বড় একটি সংগঠন থেকে মনোনীত একজন নির্বাচিত ভিপির জন্য ২০ লক্ষ টাকার ব্যবস্থা কি এখনও হবে না? অসহায়ের মত মানুষের দিকে চেয়ে থাকতে হবে পরিবারকে? এভাবেই আফসোস করে কথাগুলো বলছিলেন জিয়াউর রহমান হলের ভিপি শরিফুল ইসলাম শাকিলের বন্ধুরা।

অনেকেই ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। তার বন্ধুরা বলছেন, শুধু ছাত্রলীগ চেষ্টা করলেই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিভিন্ন মাধ্যম থেকে ডোনেশন সংগ্রহ করে এই ২০ লাখ টাকা শাকিলের পরিবারকে দেয়া সম্ভব।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের নির্বাচিত ভিপি শরিফুল ইসলাম শাকিল এখনও সঙ্কটাপন্ন অবস্থায় আছেন।

হার্ট ও মস্তিষ্কের জটিলতায় ভোগা শাকিলের চিকিৎসার ব্যয়ভার অদ্যাবধি তার পরিবার নির্বাহ করেছে। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন। এ বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে ব্যয় করা সম্ভব নয়।

হৃদয়বান ও ধনবান ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন শাকিল এর বড় বোন। কেউ সহায়তা করতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Bkash-01764900462
DBBL-
169 103 0112661(salary)
স্নিগ্ধা খাতুন-শাকিল এর বড় বোন।