৩৩৮ জন প্রবাসীকে মুক্তি দেয়া না হলে প্রয়োজনে গণভবন ঘেরাও: ভিপি নুর


Dhaka | Published: 2020-09-10 03:50:32 BdST | Updated: 2024-05-02 02:26:36 BdST

৫৪ ধারায় আটককৃত ৩৩৮ জন প্রবাস ফেরত মুক্তি দেয়ার ব্যক্তিদের মুক্তি দেয়া না হলে প্রয়োজনে বঙ্গভবন ও গণভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যান্য বক্তারা সকলেই প্রায় একই সুরে বলেন , ৩৩৮ জন প্রবাসীকে মুক্তি না দিলে পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরে ও না হলে গণভবন ঘেরাও করা হবে।

মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসানসহ, যুব অধিকার পরিষদের এবং শ্রমিক অধিকার পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।