প্রকৃতপক্ষে ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না: জয়


Dhaka | Published: 2021-01-04 23:24:59 BdST | Updated: 2024-05-02 10:08:23 BdST

ছাত্রলীগের কোন নেতাকর্মী চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

সোমবার বিকেল ৪টার পর শুরু হওয়া এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের সংযুক্ত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জয় বলেন, আজকে ছাত্রলীগকে চাঁদাবাজি-টেন্ডারবাজি বলা হয়। প্রকৃতপক্ষে ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না। জিয়াউর রহমান ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়ে চাঁদাবাজি-টেন্ডারবাজি চালু করেছিলেন। এরই ধারাবাহিকতা তারই পুত্র তারেক রহমান ছাত্র রাজনীতিকে কুলশিত করার জন্য একই ধারা অব্যহত রেখেছিলেন।