মনিরুজ্জামান বাদলের ২৯তম শাহদাৎ বার্ষিকীতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি


Dhaka | Published: 2021-01-09 16:35:28 BdST | Updated: 2024-04-30 07:07:06 BdST

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ২৯তম মৃত্যুবার্ষিকীতে আজ শনিবার (৯ জানুয়ারি) ফুলেল শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগ ও তার পরিবারের সদস্যরা।

এ দিন সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংলগ্ন ‘শহীদ মনিরুজ্জামান বাদল চত্বরে’ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

.

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এক মন্তব্যে ক্যাম্পাস টাইমসকে বলেন, ‘মনিরুজ্জামান বাদল বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছিলেন। ছাত্রলীগের দুঃসময়ে যারা অসাধারণ ভূমিকা রেখেছে তাদের মধ্যে তিনি অন্যতম। আজকের এদিনে তার কর্মময় জীবন থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদল ঢাকায় আততায়ির গুলিতে নিহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে তাকে গুলি করা হয়।