বিশ্ববিদ্যালয় খোলার পরপরই কমিটি গঠনের নির্দেশ: লেখক


ঢাকা | Published: 2021-03-12 03:12:21 BdST | Updated: 2024-05-15 10:35:47 BdST

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, নেত্রী কেন্দ্রীয় সম্মেলনের বিষয়ে কোন নির্দেশ দেননি। সোশ্যাল মিডিয়ায় যারা সম্মেলন নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে বিশ্ববিদ্যালয় খোলার পরপরই কমিটি গঠন ও জেলা পর্যায়ের কমিটির বিষয়ে নির্দেশ দিয়েছেন। আর মার্চ মাসের কর্মসূচি বাস্তবায়নে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন নেত্রী।

সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে গণভবনে ডাকেন সংগঠনের অভিভাবক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরপরই সংগঠনকে গতিশীল করতে বিশ্ববিদ্যালয় ও কলেজে নতুন কমিটি এবং জেলা কমিটির বিষয়েও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয় এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সম্মেলন করার কোনো গাইডলাইন বা নির্দেশনা দেওয়া হয়নি। এখনও আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সম্মেলনের নির্দেশনা দেওয়া হয়েছে—যারা এ ধরনের কথা ছড়াচ্ছে, আমরা মনে করি তারা গুজব ছড়াচ্ছেন। তাদের নিশ্চয় অন্য কোনো এজেন্ডা আছে।’