শৃঙ্খলাই আমাদের সৌন্দর্য, বিনয়ই আমাদের শক্তি: সাদ্দাম


ঢাকা | Published: 2021-03-21 19:19:06 BdST | Updated: 2024-05-15 14:33:49 BdST

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় লীগের নেতাকর্মীদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ও তার অনুসারীদের হাতাহাতি হয়। এতে ঢাবির কয়েকজন আক্রান্ত হলেও সে দ্বন্দ্ব মিটে গেছে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেছেন, "কোন অনাকাঙ্খিত ঘটনাই আমাদের প্রত্যাশিত নয়। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনাই আমাদের বেদনাহত করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত আত্মসমালোচনা, আত্মশুদ্ধি, আত্মসংযমই আমাদের চলার পথের পাথেয়"।

সাদ্দাম লিখেছেন, "শৃঙ্খলাই আমাদের সৌন্দর্য, বিনয়ই আমাদের শক্তি, পারস্পরিক সম্মান ও মর্যাদাবোধই আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি। ঐক্যবদ্ধ ও অটুট থেকে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার আলোর পথের অভিযাত্রায় ছাত্রসমাজের সংগ্রামী কাফেলায় ভাল, সুবিবেচক, সহিষ্ণু কর্মী হয়ে হাতে হাত রেখেই আমরা কাজ করে যেতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু"।

এদিকে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লিখেছেন, "ছাত্রলীগ একটি এক ও অভিন্ন পরিবার। এই পরিবারের কাউকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য না করার জন্য অনুরোধ করা হলো"।

সেদিনের ঘটনাকে কেন্দ্র করে ফেইসবুকে সাদ্দাম ও জুবায়ের আহমেদের অনুসারীরা একে অপরের বিরুদ্ধে তীর্যক লেখালেখি করেছেন। যদিও জুবায়েরের অনুসারীরা বেশি বিভ্রান্তিকর স্ট্যাটাস লিখেছেন। যেটা নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ে। তারই প্রেক্ষিতে আসলো এ সমাধান।