অবরোধের সমর্থনে ঢাকা কলেজ ছাত্রদলের মিছিল, মূল ফটকে তালা


Desk report | Published: 2023-11-05 10:53:13 BdST | Updated: 2024-05-07 02:18:45 BdST

বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক জোটের টানা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মিছিল ও ঢাকা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

রোববার (৫ নভেম্বর) সকাল ৬টায় ঢাকা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদলের নেতার্মীরা। পরে ধানমন্ডির পিলখানা গেট থেকে মিছিল শুরু হয়। মিছিল থেকে একজনকে গ্রেফতারের অভিযোগ করেছে ছাত্রদল।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, অবরোধের সমর্থনে পিলখানা গেট থেকে মিছিল শুরু করে ফরচুন টাওয়ারের সামনে আসলে পুলিশ হামলা করে। এতে ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তাজবিউল হাসান পা ভেঙে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ সময় শিক্ষাবৃত্তি ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মো. সবুর খান গ্রেফতার হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলহাস মৃধা বলেন, অবরোধের সমর্থনে আমরা ধানমন্ডির পিলখানা গেট থেকে আমরা মিছিল শুরু করি। এ সময় পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে এক নেতার পা ভেঙে যায়। এ সময় শিক্ষাবৃত্তি ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. সবুর খানকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

মিছিলে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সজীব, সহ-সাধারণ সম্পাদক চঞ্চল, সহ-সাংগঠনিক শামীম এবং ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সভাপতি শাহীনুর রহমান শাহীন, সহ-সভাপতি ইব্রাহিম কার্দি, শাহাবউদ্দিন ইমন, আবির হাসান, শিহাবউদ্দিন, তাজবিউল,শামীম হাওলাদার, যুগ্ম সাধারণ মামুনুর রহমান, জামাল জেনিন, ইমরান রাজ, গোলাম রাব্বানী আব্দুর রহিম রাজ, রাহাত হাসান, আবু সাইদসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।