অবরোধের সমর্থনে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ


Desk report | Published: 2023-12-07 15:03:58 BdST | Updated: 2024-04-30 13:26:28 BdST

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও তফসিল বাতিলের দাবিতে ডাকা অবরোধের সমর্থনে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

এসময় মিছিলটি রাজধানীর শাহবাগ মোড় থেকে রূপসি বাংলা হোটেল পাড়ি দিয়ে পরীবাগে যায়। এসময় শাহবাগ মোড়ে অবস্থানরত র‌্যাব সদস্যরা মিছিলের পেছন থেকে তাদের ধরতে এলে মিছিলটি সেখানে শেষ হয়।

এ বিষয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, অবরোধ সফল করার লক্ষ্যে আমরা শাহবাগ থেকে পরীবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল করেছি। মিছিলের শেষ পর্যায়ে পেছন থেকে র‍্যাবের সদস্যরা আমাদের ওপর হামলা চালায়। তা সত্ত্বেও আমি অর্ধ শতাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেছি।

এসময় তিনি আওয়ামী লীগ সরকারের পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত ঢাকার রাজপথে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ প্রতিরোধ-অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, বোরহান উদ্দিন খান সৈকত, মাহফুজুর রহমান, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মহিউদ্দিন রুবেলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।