৭ জানুয়ারির খেলায় সেরা খেলোয়াড় হবে ছাত্রলীগ : সাদ্দাম


Desk report | Published: 2023-12-31 08:54:50 BdST | Updated: 2024-04-30 10:32:21 BdST

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আন্দোলন সংগ্রামের ফাইনাল খেলায় বাংলাদেশ ছাত্রলীগ যেমন ম্যান অফ দ্য ম্যাচ হয়, তেমনিভাবে নির্বাচন নামক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হতে হবে। ৭ জানুয়ারির খেলায় সেরা খেলোয়াড় হবে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাই আগামী কয়েকদিন ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কাজ করতে হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ডিমলার বিজয় চত্বরে আয়োজিত নীলফামারী-১ আসনে প্রার্থী আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী পথসভায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, দেশকে ভালোবেসে যেমন ছাত্র রাজনীতি করি, সেই দলকে বিজয়ী করতে হবে। আর একটি বড় দায়িত্ব ছাত্রলীগের নেতাকর্মীদের রয়েছে ৭ জানুয়ারি আমরা শুধু নৌকা মার্কাকে বিজয়ী করবো না। ৭ জানুয়ারি শুধু আমাদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হবে না। ছাত্রলীগের কাছে যেটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটি হলো গণতন্ত্রকে বিজয়ী করা, বাংলাদেশে জনগণকে বিজয়ী করা। ৭ জানুয়ারি কে হারবে, কে জিতবে সেটা মুখ্য প্রশ্ন নয়, ৭ জানুয়ারিকে আমরা যদি ভোট উৎসবে পরিণত করতে পারি তাহলে বাংলাদেশ বিজয়ী হবে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ৭ জানুয়ারী আওয়ামী লীগকে বিজয়ী করা।

ছাত্রলীগ সভাপতি বলেন, আমাদের প্রাণের নেত্রী এবং আমাদের নব পরিচয়ের রূপকার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করবো। এই শপথ, এই হিম্মত, এই স্পর্ধা, বুকের মধ্যে এই আগুন নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মানুষের দ্বারে-দ্বারে যেতে হবে। ৭ জানুয়ারি যেন বিপুল সংখ্যক মানুষ এই ভোট উৎসবে সামিল হয়। আমি চাই আগামী এই কয়দিনে যেন ছাত্রলীগের ফুল ফোর্স নির্বাচনকে সামনে রেখে পুরো দমে কাজ করে। ডোমার-ডিমলায় কে কি ফলাফল করবে তা আমরা দেখবো।

এ সময় বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, তারা ৭ জানুয়ারি এই ভোট উৎসবকে বাধাগ্রস্ত করতে চায়। ৭ জানুয়ারি নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায়, যারা নাশকতা করতে চায়, তারা যদি সফল হয়, তাহলে বাংলাদেশের জনগণ রাষ্ট্র পরিচালনা করবে না। বাংলাদেশ পরিচালনা হবে বিদেশি দালালদের দ্বারা। নির্বাচনে নিশ্চিতভাবে ব্যর্থ হবে জেনে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। পেছনের দরজা দিয়ে আসা ছাড়া বিএনপি-জামায়াতের উপায় নেই।