ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইজাজুল কবির রুয়েল


DU Correspondent | Published: 2024-01-01 16:28:49 BdST | Updated: 2024-04-30 13:11:17 BdST

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এ বি এম ইজাজুল কবির রুয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিবৃতিতে বলা হয়, “ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েলকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।”

এ বি এম ইজাজুল কবির রুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া, তিনি ফজলুল হক মুসলিম হলের সাবেক শিক্ষার্থী। বর্তমান দায়িত্ব পাওয়ার আগে তিনি ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এ ছাড়াও পূর্বে ঢাবি ছাত্রদল সভাপতি গ্রেপ্তার হলে তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল (৩২) ও হাজী মুহসীন হল সভাপতি ওমর ফারুক মামুনসহ ১১ জন ছাত্রদল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।