ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ছবি নিয়ে বিভ্রান্তির সহজ সমাধান


ওয়ালি খান রাজু | Published: 2017-08-21 05:13:18 BdST | Updated: 2024-05-12 13:39:00 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় এবার এসেছে নতুন জটিলতা। বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা আনতে গিয়ে শুরু হয়েছে নতুন এই জটিলতা। নিয়মিত চিন্তায় পরে গেছেন শিক্ষার্থীরা।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে জানা যায়, যেসব ভর্তিচ্ছু আবেদনকারীর দু' কান ও চোখ স্পষ্ট বুঝা যাবে না এবং আবেদনকারীর ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হবে না তাদের আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যেসকল আবেদনকারী উল্লেখিত শর্ত না মেনেই আবেদনপত্র জমা দিয়েছে তাদের ছবি সংশোধন করে পুণরায় আবেদনপত্র জমা দিতে হবে।

ছবি সংশোধনের ব্যপারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস ক্যাম্পাসটাইমসকে জানিয়েছে, ভর্তিচ্ছু আবেদনকারীকে অবশ্যই চোখ কান বুঝা যায় এমন ছবি আপলোড করতে হবে। আর যদি মনে হয় ছবি শর্ত অনুযায়ী মিলে নাই, পরিবর্তন করতে হবে তাহলে সেক্ষেত্রে ছবির নিচে লেখা  "আমি নাই" বাটনে ক্লিক করে পূর্বের অস্পষ্ট ছবি বাতিল করে নতুনভাবে স্পষ্ট ছবি আপলোড করতে হবে। 

ছবি সংশোধন করার পর যারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে স্বশরীরে না এসে অনলাইনে ছবি সংশোধন সম্পন্ন করতে চান তাদের নতুন ছবির পে স্লিপে প্রতি ইউনিটের জন্য ৩৫০ টাকা করে জমা দিতে হবে।  

অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এসে ছবি সংশোধন ফি ২০০ টাকা সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এর রেজিস্ট্রেশন কার্ড ও গ্রেডশীটের ফটোকপি, ব্যাংকের সীল সহ জমা দেয়া পে স্লিপের ফটোকপিসহ নতুন আপলোডকৃত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। 

এছাড়া যারা সংশোধিত ছবির জন্য টাকা জমা দিয়েছে তাদের ভর্তি অফিসে না আসলেও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ভর্তি অফিস।  এদিকে নতুন এই শর্তের কারণে ভোগান্তির সম্মুখীন হয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা,

সরেজমিন কেন্দ্রীয় ভর্তি অফিসে গিয়ে দেখা গিয়েছে যে প্রতিদিন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দীর্ঘ লাইন ধরে ছবি সংশোধনের কাজ সম্পন্ন করছেন।

ছবি সংশোধনের জন্য স্বশরীরে ভর্তি অফিসে আসতে হবে, প্রাথমিক এই ঘোষণা পরবর্তীতে শিথিল করা হলেও ভোগান্তি দিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের, ছবি সংশোধনের জন্য দূরবর্তী বিভিন্ন জেলা থেকে ঢাবিতে আসা ভর্তিচ্ছুদের পরীক্ষা প্রস্তুতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

কেন্দ্রীয় ভর্তি অফিসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কয়েকজন ভর্তিচ্ছু অভিযোগ করেছেন, তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইনে ছবি সংশোধনের সব কাজ সম্পন্ন করার ব্যবস্থা থাকলেই তা ভাল হত। তাদের দেয়া দিকনির্দেশনায়ও অনেক কিছু অস্পষ্ট রয়েছে। 

এমএসএল