বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ইংরেজীতে অধিক নম্বর পাওয়ার উপায়


টাইমস অনলাইনঃ | Published: 2017-08-26 05:35:15 BdST | Updated: 2024-05-13 20:45:01 BdST

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চ শিক্ষা স্তরে ভর্তি হতে শিক্ষার্থীরা নামেন ভর্তি যুদ্ধে। কিন্তু এই ‘যুদ্ধে’ অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে গড়ে ৯২ ভাগ শিক্ষার্থীই ফেল করছেন। কেন এই ফল বিপর্যয়, কারণ কী? শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই ইংরেজিতে ফেল করে। সমস্যা এসএসসি ও এইচএসসি পর্যায়ের। ইংরেজি অনুশীলনের প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহের কারণেই এমনটা হচ্ছে। 

আসুন জেনে নেই সহজেই কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায় 

ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ভালো করতে হলে পরিকল্পিত প্রস্তুতি প্রয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন pattern এ ইংরেজি প্রশ্ন হয়। তবে Grammar এবং Vocabulary থেকেই প্রশ্ন হবেই। তাই এ ব্যাপারে প্রখর দৃষ্টি দিতে হবে। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রেই দেখা যায় অন্যান্য বিষয়ে অনেক ভালো করেছে কিন্তু শুধু ইংরেজির জন্য চান্স হয়নি। যেহেতু ভর্তি পরীক্ষায় Negative Marking থাকে তাই প্রস্তুতি ও Answer করার জন্য কৌশলী হতে হবে।

কী পড়তে হবে?
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন যাচাই করলে দেখা যায় ইংরেজিতে ভালো নম্বর পেতে ৪টি অংশে জোরালো প্রস্তুতি প্রয়োজন।

HSC English 1st Paper
Grammar
Vocabulary
Passage
HSC-এর English 1st Paper সম্পূর্ণ বই পড়ার প্রয়োজন নেই। কিছু গুরুত্বপূর্ণ Story ও Poem পড়লেই চলবে।
Grammar এ ভালো করতে হলে নিচের গুরুত্বপূর্ণ Topic গুলো পড়তে হবে।

Parts of speech (Noun, Pronoun, Adjective, Adverb, Verb একটু বেশি পড়তে হবে)
Right forms of verbs
Conditionals
Degree
Voice changing
Narration
Transformation of sentences
Sentence correction
Number/Gender
Fill in the blanks
Vocabulary অংশে নিচের Topic গুলো Important:

Synonym-Antonym
Idiom-Phrases
Appropriate preposition
Group verbs
Word meaning
Passage সকল বিশ্ববিদ্যালয়ে না আসলেও ঢাবি, জাবিতে আসে। এক্ষেত্রে একটি মানসম্মত গাইড বই থেকে Practice করতে হবে।

কীভাবে পড়তে হবে?

ইংরেজিতে দুর্দান্ত প্রস্তুতি নিতে ও অধিক নম্বর পেতে মানসম্মত একটি English গাইড বই Follow করতে হবে।
English গাইড বই থেকে Grammar ও Vocabulary অংশ পড়তে হবে।
English 1st paper এর জন্য বর্তমানে বাজারে, কিছু বই পাওয়া যায় যেগুলোর একটা পড়লেই যতেষ্ট।
বিগত বছরের প্রশ্নসমূহ Solve করতে হবে। তবে এক্ষেত্রে ২টি বিষয় Follow করলে অধিক প্রশ্ন কমন পাওয়া যাবে:
১. বিশ্ববিদ্যালয়গুলোর বিগত বছরের প্রশ্নসমূহ
২. সরকারি চাকরিতে আসা বিগত বছরের প্রশ্নসমূহ।
পরীক্ষার হলে English এর ক্ষেত্রে যেগুলো Sure জানেন সেগুলোর Answer করাই যথেষ্ট। তবে সেক্ষেত্রে দেখতে হবে অন্যান্য অংশে কতগুলো Answer করা হয়েছে।

 

এমএসএল